kalerkantho

টপ অব দ্য ডে

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০টপ অব দ্য ডে

রোলার কোস্টারের মতো ওঠানামার এক ম্যাচ জিতে ইউএস ওপেনের শেষ ষোলোতে মারিন সিলিচ। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে শুরুটা হয়েছিল এই ক্রোয়াটের দুঃস্বপ্নের মতো। প্রথম দুই সেটেই হেরে যান তিনি। এরপর টানা দুই সেট জিতে ২-২-এ সমতা ফেরালেও পঞ্চমটিতে আবার তাঁকে ঝেঁকে ধরে হারের প্রবল শঙ্কা। তবে আটটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে চার ঘণ্টার ম্যারাথন লড়াইটা শেষ পর্যন্ত জিতেছেন সিলিচই।

 মন্তব্য