ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা কিংস-বিএসপিএ ফুটবল স্টারস অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ২০০৩ সাফজয়ী দলকে সম্মান জানানোর পাশাপাশি এবারের সাফের দলকে নানা কথায় অনুপ্রাণিত করার চেষ্টা করছিলেন তিনি। একপর্যায়ে তিনি ঘোষণা করেন, সাফ জিতলে প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে দেওয়ার। অনুষ্ঠানটির পরিবেশই ছিল অন্য রকম। পুরনো কৃতীদের সম্মান জানানো এবং নতুনদের অনুপ্রাণিত করার। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা তাঁদের বিজয়ের গল্প বলে অনুপ্রাণিত করছিলেন। তখন সেই দলের সদস্য ও এখনকার ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অর্থ পুরস্কারের অনুরোধ করেন সালাম মুর্শেদীকে। বাফুফের সিনিয়র সহসভাপতি তাঁর বক্তৃতায় বলেন, ‘আমি বিশ্বাস করি এই দলের সাফ জয়ের সামর্থ্য আছে। তারা জিতলে আমি আর জয় মিলে দলের প্রত্যেককে ৫ লাখ টাকা করে পুরস্কার দেব।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...