kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

২০১৮ সালের শুরুটা হয়েছিল তাঁর স্বপ্নের মতো। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনেই বিজয় কেতন উড়িয়েছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন আবার তাঁর শেষ হয়েছে চরম হতাশায়। ফ্লাশিং মিডোয় দ্বিতীয় রাউন্ড থেকে যে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই ডেনমার্কের এই তারকা। ইউক্রেনের অবাছাই লেসিয়া সুরেঙ্কোর বিপক্ষে একদম দাঁড়াতেই পারেননি, হেরেছেন ৪-৬, ২-৬ গেমে।

 মন্তব্য