kalerkantho


৩২ বছর পর পদকহীন বাংলাদেশ

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০জাকার্তা থেকে প্রতিনিধি : মেয়েদের কাবাডিতে হারের পরই নিশ্চিত হয়ে যায় এবার পদকহীন কাটবে বাংলাদেশের এশিয়ান গেমস। হলোও তাই। শেষ ভরসা হয়ে ছিলেন ব্রিজের দুজন খেলোয়াড় মোহাম্মদ সালাহউদ্দিন ও নুরুল হুদা শামসুজ্জামান। সেমিফাইনালেও পৌঁছেছিলেন পেয়ারে। গতকাল থামলেন সেখানেই। জেটিআই এক্সপো সেন্টারে সেরা ১২-তে থেকে পৌঁছতে পারেননি ফাইনালে। এ নিয়ে শামসুজ্জামানের আক্ষেপ, ‘সেমিফাইনালে আমাদের শুরুটা ভালো ছিল। সেই ধারাটা ধরে রাখতে পারিনি।’ সেমিফাইনালের ২৪ দলের মধ্যে ২৩-এ থেকে শেষ হয়েছে তাঁদের অভিযান। সেই সঙ্গে বাংলাদেশেরও।

কাবাডিতে গত দুই এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিল মেয়েদের দল। এবার তারা জিততে পারেনি তিন ম্যাচের একটিও। ছেলেদের দলও ব্যর্থ। শ্যুটিংয়ে ফাইনালের আশা নিয়ে পালেমবাং গিয়েছিলেন আব্দুল্লাহেল বাকী ও শাকিল আহমেদ। সেরা দশেই থাকতে পারেননি দুজন। আর্চারিতে রোমান সানা র‌্যাংকিং রাউন্ডে তিনে পৌঁছলেও বাদ পড়েছেন কোয়ার্টার ফাইনালের আগে। ১১৭ খেলোয়াড়ের পেছনে ৬ কোটি টাকা খরচে প্রাপ্তি বলতে ফুটবলে প্রথমবার দ্বিতীয় রাউন্ড আর হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলা।

 

 মন্তব্য