kalerkantho


কিছু না করেও ১৫ হাজার পাউন্ড!

১৪ আগস্ট, ২০১৮ ০০:০০কিছু না করেও ১৫ হাজার পাউন্ড!

লর্ডস টেস্টে স্পিনার হিসেবে দলে আসা। অথচ সুইং বোলারদের দাপটে দুই ইনিংসে অধিনায়ক জো রুট বলই দিলেন না আদিল রশিদের হাতে। ৯ নম্বরে নামার জন্য ছিলেন প্যাড পরে। স্যাম কুরান আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করে দেন রুট। তাই নামা হয়নি ব্যাট হাতে। বোলিং, ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও তালুবন্দি করতে পারেননি কোনো ক্যাচ। করতে পারেননি রান আউটও। তাহলে আদিল রশিদের দরকারটা ছিল কী? কিছু না করেও টেস্ট শেষে আর সবার মতো ১৫ হাজার পাউন্ড ম্যাচ ফি পেয়ে গেছেন ইংলিশ এই স্পিনার। লর্ডস টেস্টে সেঞ্চুরি করে ক্রিস ওকস আর ৯ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসন যেমন আলোচিত তেমনি আলোচনা এখন রশিদকে ঘিরেও!

ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে কোনো অবদান রাখতে না পারাদের বলা হয় ‘থ্যাংকস ফর কামিং’। ক্রিকেট ইতিহাসে আদিল রশিদের মতো কিছুই করতে পারেননি এমন খেলোয়াড় সব মিলিয়ে মাত্র ১৪ জন। ২০০৫ সালে সব শেষ এমন ‘কীর্তি’ ছিল ইংল্যান্ডেরই গ্যারেথ বেটির। বাংলাদেশ সেই টেস্টে গুটিয়ে যায় ১০৮ ও ১৫৯ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩ উইকেটে ৫২৮। পেসার আর ব্যাটসম্যানদের দাপটে কিছুই করতে হয়নি বেটিকে! ডেইলি মেইলমন্তব্য