kalerkanthoমোনাকোয় রেকর্ডের রাত

২২ জুলাই, ২০১৮ ০০:০০মোনাকোয় রেকর্ডের রাত

জন্মদিন ছিল তাঁর। সেটা উদ্‌যাপনও করলেন রেকর্ড গড়ে। ২০০ মিটার স্প্রিন্টে নতুন রানি ভাবা হচ্ছে নোহা লিলিসকে। বিশ্বরেকর্ড না হলেও মোনাকো ডায়মন্ড লিগের আগের রেকর্ড ভেঙে ১৯.৬৫ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করেছেন গত পরশু ২১ বছরে পা দেওয়া এ মার্কিন তরুণী। ৮০০ মিটার ইভেন্টটা নিজেরই বানিয়ে ফেলেছেন কাস্টার সিমেনিয়া। ১৯৮৩ সালে গড়া চেকোশ্লাভাকিয়ার জারমিলা ক্রাচোভিলোভার ১ মিনিট ৫৩.২৮ সেকেন্ডের রেকর্ডটা হুমকিতে ফেলে দিয়েছিলেন গত পরশু। শেষ পর্যন্ত না পারলেও মোনাকোর রেকর্ড ভেঙে দৌড় শেষ করেন ১ মিনিট ৫৪.৬০ সেকেন্ডে। এ ইভেন্টের আগের সেরা সময় ছিল ১ মিনিট ৫৫.২৭ সেকেন্ড।

লিলিস ও সিমেনিয়া না পারলেও স্টিপলিচেসে ঠিকই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার বিতরিস চেপকোয়েস। ৮ মিনিট ৪৪.৩২ সেকেন্ড সময় নিয়েছেন ২৭ বছর বয়সী চেপকোয়েস। অলিম্পিক চ্যাম্পিয়ন রুথ জেবেত আগের রেকর্ডটা গড়েছিলেন ২০১৬ সালে ৮ মিনিট ৫২.৭৮ সেকেন্ডে। জেবেত কেনিয়ান হলেও জাতীয়তা বদলে খেলেন বাহরাইনে। রেকর্ড আবারও কেনিয়ায় ফিরিয়ে নিয়ে আসায় খুশিটা বেশি চেপকোয়েসের। মোনাকোয় তিনি নেমেছিলেন ৮ মিনিট ৫০ সেকেন্ডে ইভেন্ট শেষ করার লক্ষ্যে। সেটা ৮ মিনিট ৪৪.৩২ সেকেন্ড হওয়ায় এ কেনিয়ান নিজেই অবাক, ‘খুব ভালো লাগছে রেকর্ডটা আবারও কেনিয়ায় ফিরিয়ে আনতে পেরে। নিজের ওপর বিশ্বাস ছিল। ভেবেছিলাম ফিট থেকে দৌড়াতে পারলে ৮ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যে শেষ করতে পারব। অবাক হয়ে দেখেছি ৫০-এর বদলে ৪৪ সেকেন্ডে শেষ হয়েছে এটা! আমার ব্যক্তিগত সেরার চেয়েও ১৫ সেকেন্ড কম। অভাবনীয়।’

২০০ মিটারের বিশ্বচ্যাম্পিয়ন রামিল গুলিয়েভ ছিলেন মোনাকোয়। তাঁকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়াটা বিশেষ কিছু নোহা লিলিসের। রামিলের টাইমিং ১৯.৯৯ সেকেন্ড আর লিলিসের ১৯.৬৫ সেকেন্ড। ব্যবধানটা চোখে পড়ার মতো। তাই খুশি এই তরুণী, ‘মোনাকোয় সেরা টাইমিং এটাই, যা বিশেষ কিছু আমার জন্য। ভালো করার আরো সামর্থ্য আছে আমার।’ এএফপিমন্তব্য