kalerkantho


গিনেস বুকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

১২ জুলাই, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : কোনো খেলায় সর্বোচ্চ অংশগ্রহণের ক্যাটাগরিতে গিনেস বুকে জায়গা পেতে যাচ্ছে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে গিনেস বুকে এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।

ছেলেদের টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপের চলতি আসরে অংশ নিয়েছে ৬৪ হাজার ২৬০টি স্কুল, অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা ১০ লাখ ৯২ হাজার ৪২০ জন। বঙ্গমাতা টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৬৪ হাজার ১৯৬টি, তাতে অংশ নিয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৩২ জন। পৃথিবীর কোনো দেশে কোনো খেলায় এত অংশগ্রহণকারী নেই, সেই হিসাবেই এই টুর্নামেন্টটি গিনেস বুকে স্থান পাওয়ার যোগ্য বলে মনে করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ, ‘প্রাথমিক পদক্ষেপ হিসেবে এরই মধ্যে আমরা গিনেস বুকে টুর্নামেন্টটির রেজিস্ট্রেশন করেছি। এটা হলে তা আমাদের খেলাধুলার উন্নতিতেই ইতিবাচক ভূমিকা রাখবে।’মন্তব্য