kalerkanthoএবার মেসিকে হারাবেনই মুসা!

২৪ জুন, ২০১৮ ০০:০০এবার মেসিকে হারাবেনই মুসা!

আইসল্যান্ডের বিপক্ষে করা তাঁর প্রথম গোলটি আহমেদ মুসাকে নিয়ে এসেছে ডেনিস বার্গক্যাম্পের গোলের সঙ্গে তুলনায়। ১৯৯৮-র বিশ্বকাপে ইনজুরি সময়ে ওই ডাচের বিস্ময়কর গোলেই আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দিয়েছিল নেদারল্যান্ডস। ২০ বছর পর আবার সেই বিশ্বকাপেই মুসার সামনে আলবিসেলেস্তেদের গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেওয়ার সুযোগ।

ম্যাচ হওয়ার আগেই তাঁকে ঘিরে এ রকম আলোচনায় যুক্তি অবশ্যই আছে। দুটি বিশ্বকাপে গোল করা প্রথম নাইজেরিয়ান হিসেবে ইতিহাসে নাম লিখিয়ে ফেলা এই স্ট্রাইকার যে লিওনেল মেসির দলকে সামনে পেলেই ঝলসে ওঠেন! হোক সেটি আর্জেন্টিনা কিংবা বার্সেলোনা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে পোর্তো আলেগ্রেতে গ্রুপ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলের হারে ‘সুপার ইগল’দের দুইবারের লক্ষ্যভেদ মুসার পায়েই। আর ২০১৫-১৬ ফুটবল মৌসুম শুরুর আগে মেসির বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচে লিস্টার সিটির ৪-২ গোলের হারেও ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে দুটি গোলই করেছিলেন মুসা। সেই মুসা গত পরশু ভলগোগ্রাদে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোলটি যেভাবে করলেন, সেরকম গোল মেসিকেই করতে দেখা যায়। যে কারণে বিশ্বজুড়ে নাইজেরিয়ান স্ট্রাইকার ‘লিওনেল মুসা’ হিসেবেও খ্যাতি পেতে শুরু করে দিয়েছেন।

তবে নিজ গুণেই শুধু আলোচিত মুসা মেসির দলের কাছে আর হারতে চান না। আর আর্জেন্টিনাকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। ড্র করলেও সম্ভব, তবে সে জন্য ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে নাইজেরিয়াকে। মুসারা নিশ্চয়ই সে অপেক্ষায় থাকতে চাইবেন না। দলকে জিতিয়ে তবেই শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে যেন মুসা আরো মুখিয়েই আছেন। সে জন্য গোল করতে হবে। আর মেসির দলের বিপক্ষে জোড়ায় জোড়ায় গোল করে অভ্যস্ত এই নাইজেরিয়ানের কাছে বিষয়টি খুব কঠিন কিছুও নয়, ‘আর্জেন্টিনার বিপক্ষে গোল করার ব্যাপারটিকে খুব কঠিন কিছু বলে মনেই হয় না আমার।’

নিজের দাবিকে যুক্তিগ্রাহ্য করে তুলতে গত বিশ্বকাপের আর্জেন্টিনা-নাইজেরিয়া এবং বার্সেলোনা-লিস্টারের প্রীতি ম্যাচের কথাও মনে করিয়ে দিয়েছেন মুসা, ‘আমি তো মনে করতে পারি, চার বছর আগে মেসি ব্রাজিলে খেলেছিলেন এবং আমি দুই গোল করেছিলাম। এবং এরপর যখন আমি লিস্টারে গেলাম, খেললাম বার্সেলোনার বিপক্ষেও। মেসি তখন মাঠে ছিলেন এবং আমি আরো দুটি গোল করেছিলাম।’ অর্থাৎ এত দিন মেসির বিপক্ষে খেলতে নামা মানেই ছিল মুসার দুই গোলের নামতা পড়ে নামা। এই নাইজেরিয়ান এবার বাঁচা-মরার ম্যাচেও যে একই সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন, তাতে আর আশ্চর্যের কী! আইসল্যান্ডের বিপক্ষে দুই গোলে দলকে জেতানোর পর ম্যাচসেরার পুরস্কার নিয়ে হাসতে হাসতে বলছিলেন সে কথাও, ‘এই ম্যাচটির (আর্জেন্টিনার বিপক্ষে) গুরুত্ব আমরা সবাই জানি। এটা রীতিমতো ডু অর ডাই ম্যাচ। আমার মনে হয় এই ম্যাচটিতে ঘটতে পারে যেকোনো কিছুই। সম্ভবত আমি আরো দুটি গোলই করতে যাচ্ছি।’ এএফপি

 মন্তব্য