kalerkantho


মেসির মানে খেলবে আর্জেন্টিনা

১১ জুন, ২০১৮ ০০:০০মেসির মানে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেও আর্জেন্টিনা ক্যাম্পে অস্বস্তি নানা কারণে। গোলরক্ষক সের্হিয়ো রোমেরোকে হারানো শুরুতেই, এরপর মানুয়েল লানসিনিরও ছিটকে যাওয়া, এর মাঝে ইসরাইলে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে বিতর্ক। এ সব কিছু পেছনে ফেলেই মেসি-বাহিনী পরশু পৌঁছে গেছে রাশিয়ায়।

রাশিয়ায় বেস ক্যাম্প করেছে তারা মস্কোর ৩০ মাইল দক্ষিণ-পূর্বে ব্রোনিতসি শহরে। দলের অফিশিয়াল ওমার সৌতোর মতে অনুশীলনের জন্য সেরা জায়গাটাই বেছে নিয়েছে তারা, ‘আর্জেন্টিনা দলের সঙ্গে আছি আমি গত পাঁচ বিশ্বকাপ ধরে। আমার দেখা সেরা বেস ক্যাম্প এটি। এখানে কোনো কিছুর অভাব নেই। প্রতিটি রুম আরামদায়ক, কোচিং স্টাফদের জন্যও দারুণ ব্যবস্থা। জাতীয় দল এর আগে কখনো এত ভালোভাবে থাকেনি।’ এ সব কিছুই বিষাদ হয়ে উঠতে পারে আলবিসেলেস্তেরা আরো একবার লক্ষ্যচ্যুত হয়ে গেলে। বলা হচ্ছে, লিওনেল মেসিরও এবার শেষ সুযোগ। ২০০৬- এ সেভাবে সুযোগই পাননি। ২০১০-এ যতটা না তাঁর ব্যর্থতা, তার চেয়ে বেশি কোচিংয়ে ঘাটতি। গত বিশ্বকাপে হাতছোঁয়া দূরত্বে গিয়েও যে পারলেন না, তাতেও সতীর্থদেরই দায় বেশি। হাভিয়ের মাসচেরানো তাই বলছেন রাশিয়াতে পুরো দলকেই পারফরম করতে হবে মেসির সঙ্গে পাল্লা দিয়ে। তাহলে সেরা চেহারার মেসি যেমন ধরা দেবেন, তেমনি প্রত্যাশাও পূরণ হবে আর্জেন্টাইনদের, ‘একটাই প্রার্থনা, রাশিয়ায় মেসিকে আমরা যেন সেরা চেহারায় পাই। কারণ আর্জেন্টিনার কাছে সবার যে প্রত্যাশা তা মিটতে পারে শুধু মেসির ওই সেরা পারফরম্যান্সেই। এটা পরিষ্কার সেই মেসিকেও আমরা পাব যদি দল হিসেবে তাঁর মানে আমরা পারফরম করতে পারি। তাঁর সতীর্থ হিসেবেও এখন এটাই আমার আশা।’ ফোরফোরটু

 মন্তব্য