kalerkantho

টপ অব দ্য ডে

১৮ মে, ২০১৮ ০০:০০টপ অব দ্য ডে

রোম মাস্টার্সে দারুণ সময় কাটছে এলিনা সভিতোলিনার। ইউক্রেনের এ তারকাকে খেলতে হয়নি প্রথম রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে পেত্রা মারটিচের বিপক্ষেও পান সহজ জয়। তুলনায় খানিকটা ঘাম ঝরাতে হলেও তৃতীয় রাউন্ডের বাধাও সহজে ডিঙিয়েছেন তিনি। অথচ শুরুটা হয়েছিল তাঁর দুঃস্বপ্নের মতো। কাসাতকিনার বিপক্ষে প্রথম সেটে জিততে পারেননি কোনো গেম পয়েন্ট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জেতেন ০-৬, ৬-৩, ৬-২ গেমে। মন্তব্য