kalerkantho


জুভেন্টাসকেও বিদায় বুফনের

১৮ মে, ২০১৮ ০০:০০জুভেন্টাসকেও বিদায় বুফনের

জুভেন্টাসের চরম দুঃসময়েও তিনি ক্লাব ছাড়েননি। ম্যাচ পাতানোর দায়ে সিরি ‘বি’-তে নেমে যাওয়ার পরও ওই সাদা-কালো জার্সিতেই লড়াই চালিয়ে গেছেন চির লড়াকু জিয়ানলুইজি বুফন। তুরিনের সেই প্রিয় ক্লাবকেই যে এবার বিদায় বলছেন ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক। আগামী শনিবার হেলাস ভেরোনার বিপক্ষেই শেষ ম্যাচ খেলবেন জানিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী বুফন।

বয়সটা শুধুই সংখ্যা ছিল তাঁর জন্য। সেই ১৯৯৭ সালে পারমায় থাকতেই ইতালি জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছিলেন। জুভেন্টাসে আসেন ২০০১ সালে। এর পর থেকেই ওয়ান ক্লাব ম্যান। ওল্ড লেডির সুসময়-দুঃসময়ের সঙ্গী। এখানে ১৭ বছরের ক্যারিয়ারের যখন ইতি টানছেন, তখন তাঁর নামের পাশে টানা সাত সিরি ‘এ’ জয়ের রেকর্ড, সঙ্গে টানা চার ইতালিয়ান কাপ। কাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘এই দুটি ট্রফি সঙ্গী করে বিদায় বলতে পারাটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’ ইতালির জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ হয়েছে তাঁর

গভীর বিষাদে। দলকে বিশ্বকাপে তুলতে পারেননি। জুভেন্টাসের হয়ে শেষ মৌসুমে ঘরোয়া ডাবল জিতলেও চ্যাম্পিয়নস লিগ আক্ষেপই হয়ে থাকল তাঁর। শেষ ম্যাচে লাল কার্ডও দেখেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে সেদিনও দেখিয়েছেন গোলবারের নিচে এখনো যে তিনি ফুরিয়ে যাননি। কাল তাই জুভেন্টাসের জার্সিকে বিদায় বললেও খেলোয়াড়ি জীবনের শেষ তিনি বলতে পারেননি, ‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, জানি না সামনে কী হবে।’ এএফপিমন্তব্য