kalerkantho


সহযোদ্ধা...

২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০সহযোদ্ধা...

—হ্যালো, তামিম ভাই। আমি রুমানা আহমেদ। মহিলা ওয়ানডে দলের ক্যাপ্টেন।

ও আচ্ছা, কী ব্যাপার ভাই?

—কিভাবে বলব বুঝতে পারছি না। আপনার ব্র্যান্ডের দুটি ব্যাট ছিল আমার, চুরি হয়ে গেছে। অথচ পরশু (আগামীকাল) আমাদের দক্ষিণ আফ্রিকা ট্যুর। আপনার কাছে যদি এক্সট্রা ব্যাট থাকে, তাহলে...

আপনি রাবীদ ভাইয়ের (বিসিবি মিডিয়া ম্যানেজার) রুমে চলে আসুন।

একটু পর রুমানা এলেন আর ততক্ষণে ইনডোরে নিজের কফিন থেকে ব্যাট আনিয়ে রাখলেন তামিম ইকবাল। যে ব্যাটটা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তুলে রেখেছিলেন, সেটাই তিনি দিলেন রুমানাকে। তাৎক্ষণিক সমস্যা সমাধানে অভিভূত নারী ক্রিকেটারটি দাম দিতে চাইলেন। কিন্তু সে তো আর নিলেনই না, উল্টো তামিমের প্রতিশ্রুতি, ‘দেখি, আপনাদের পুরো দলের জন্য ব্যাটের স্পন্সর পাওয়া যায় কি না।’ ছবি : কালের কণ্ঠমন্তব্য