kalerkantho


বিদায় বললেন ওয়েঙ্গার

২১ এপ্রিল, ২০১৮ ০০:০০বিদায় বললেন ওয়েঙ্গার

আর্সেন ওয়েঙ্গার যখন আর্সেনালের দায়িত্ব নেন তখন জেফ বেজোস মাত্রই আমাজন ডটকম খুলেছেন, মার্ক জাকারবার্গ তখন ১৩ বছরের কিশোর আর আইফোন কী, সেটা লোকের ভাবনাতেও নেই। যখন ছাড়ার ঘোষণা দিলেন, তত দিনে জেফ বেজোসের আমাজন বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রির প্রতিষ্ঠান হয়ে গেছে আর তিনি হয়ে গেছেন সবচেয়ে ধনী ব্যক্তি, জাকারবার্গ ফেসবুক বানিয়ে গোটা বিশ্বের মানুষকে তাতে বুঁদ করে রেখেছেন আর আইফোনের দশটা সংস্করণ বাজারে চলে এসেছে। ২২ বছরে এতটা বদলে যাওয়া এই পৃথিবীতেও খেলার ধরনটা বদলে আপস করেননি ওয়েঙ্গার। নামিদামি তারকাকে দলে ভিড়িয়ে ধার বাড়ানোর চেয়ে জহুরির চোখে হিরে খুঁজে তুলে এনে করেছেন আরো ঝকঝকে। ফল নির্ভরতার বদলে সুন্দর সৃষ্টিশীল ফুটবলেরই চর্চা করে গেছেন। গত বছরই করা চুক্তিতে দুই মৌসুম বাড়ানো হয়েছিল তাঁর মেয়াদ, তবে চলতি মৌসুম শেষে মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে ওয়েঙ্গারই না বলে দিলেন। লিগ টেবিলে ছয়ে নেমে যাওয়া চ্যাম্পিয়নস লিগে খেলার একটাই আশা, ইউরোপা লিগটা জেতা, যেখানে তারা উঠেছে সেমিফাইনালে।

২২ বছর পর আর্সেনাল ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে ওয়েঙ্গার মুখ খুলেছেন ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। শুক্রবার স্থানীয় সময় সকালে ওয়েঙ্গার জানিয়ে দেন, ‘অনেক ভেবেচিন্তে ও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, এ মৌসুম শেষে আর্সেনাল ছাড়ব। ক্লাবকে এতটা বছর সেবা করার সুযোগটা আমাকে দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমি খেলোয়াড়, পরিচালক, সহকারী, সমর্থক সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর্সেনালের জন্য আমার ভালোবাসা সব সময় থাকবে।’

ওয়েঙ্গারের এই সিদ্ধান্তে তাঁর সাবেক শিষ্য, সহকর্মী অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া জানাতে। রবিন ফন পার্সি লিখেছেন, ‘আমি সব সময় আপনাকে ফুটবলে পিতৃতুল্য মনে করেছি। আপনার ছায়ায় আমি একজন ফুটবলার হিসেবে ও একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। প্রার্থনা করি আপনার জীবনের পরবর্তী অধ্যায় সুখকর হোক।’ লাইবেরিয়ার প্রেসিডেন্ট ও সাবেক ফুটবলার জর্জ উইয়াহ জানিয়েছেন, ‘বর্ণবাদ যখন উত্তুঙ্গে ছিল, তখন ওয়েঙ্গার আমাকে ভালোবেসেছিলেন।’

আর্সেনালে ব্রুস রিওখের জায়গায় এসেছিলেন এই  কোচ। ২২ বছর পর তাঁর উত্তরসূরি খোঁজার সময় হলো, জোরেশোরে শোনা যাচ্ছে ওয়েঙ্গারের হাত ধরেই আর্সেনালে আসা প্যাট্রিক ভিয়েরার নাম। বিবিসিমন্তব্য