kalerkantho

সংক্ষিপ্ত

জিদানের ১০০

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০জিদানের ১০০

প্রথম কোচ হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব জিনেদিন জিদানের। এবারও তাঁর দল সেমিফাইনালে।  রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর গত পরশু আরো একটি মাইলফলকে পা রাখলেন জিদান। মালাগার বিপক্ষে জয়টা ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে জিদানের শততম। সবচেয়ে বেশি ৬৬টি জয় জিজু পেয়েছেন লা লিগাতেই। ৯৯ ম্যাচে ৬৬ জয়ের পাশাপাশি ড্র ১৫ আর হার ৯ ম্যাচে। চ্যাম্পিয়নস লিগে ৩০ ম্যাচে জিতেছেন ২০ বার, ড্র ছয়, হার চারটিতে। কোপা দেল রেতে ১২ ম্যাচে জয় ছয়, ড্র চার, হার অন্য দুই ম্যাচে। ফিফা ক্লাব বিশ্বকাপে চার ম্যাচের জিতেছেন সবগুলো। এ ছাড়া উয়েফা সুপার কাপে দুই ম্যাচের দুটি আর স্প্যানিশ সুপার কাপে জিতেছেন দুই ম্যাচের দুটিতে। সব টুর্নামেন্ট মিলিয়ে জিদানের জয়ের হার ৭২ শতাংশ। রিয়ালের কোনো কোচেরই এত বেশি সাফল্য নেই আর। এর আগে ৭১.৯ শতাংশ জয়ের হার নিয়ে এগিয়ে ছিলেন হোসে মরিনহো।মন্তব্য