kalerkantho


এবার ইনজুরিতে মুশফিক

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিসিএল) সর্বশেষ রাউন্ডেই সেঞ্চুরি করলেন। অথচ আজ থেকে ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে মাঠে নামা হচ্ছে না মুশফিকুর রহিমের। মাঠে নামবেন কী, গোড়ালির ইনজুরির কারণে তাঁর তো প্রয়োজন ছাড়া হাঁটাই মানা!

ইনজুরিতে পড়েন তিনি বগুড়ায় অনুষ্ঠিত সর্বশেষ রাউন্ডের ম্যাচের সময়। শেষ দিনের ওয়ার্মআপে বাঁ পায়ের গোড়ালি যায় মচকে। ওখানেই এক্স-রে করা হয়, যেখানে মন্দের ভালো হিসেবে জানা গেছে, কোনো ফ্র্যাকচার হয়নি। তবে গোড়ালি মচকে গেছে। আর জায়গাটা ফুলেও আছে ঢাউস হয়ে। আপাত ব্যবস্থা হিসেবে তাই মুশফিককে এক সপ্তাহ পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানান বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘গোড়ালিতে কোনো ফ্র্যাকচার হয়নি, এটি ভালো খবর। তবে তা ফুলে আছে প্রচণ্ডভাবে। এই ফোলা কমানোর জন্য আপাতত বিশ্রামের বিকল্প নেই। ওকে বলেছি, যেন প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটিও না করে।’ আজ থেকে শুরু বিসিএলের রাউন্ডে খেলতে পারছেন না নিশ্চিতভাবে। পরের রাউন্ডে খেলা নিয়েও অনিশ্চয়তা দেবাশীষের কণ্ঠে, ‘আমরা এক সপ্তাহ পর ওর গোড়ালির অবস্থা দেখব। ফোলা কমে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে বুঝব কবে মাঠে নামতে পারবে মুশফিক। পরের রাউন্ডে খেলতে পারবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।’মন্তব্য