kalerkantho


ক্রিকেটারদের বেতন বাড়ছে

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : বেতন বৃদ্ধির দাবিটা ক্রিকেটারদের তরফ থেকে থাকে সব সময়। গত বছর সেই দাবির অনেকটা মেনে অনেকাংশেই বাড়ানো হয়েছিল জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন। এবারও তা বাড়ছে আবার। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান কাল জানিয়েছেন তা। তবে গতবার যেমন প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়েছিল, এবার হয়তো ততটা হবে না।

গত বছর ‘এ’ প্লাস শ্রেণির ক্রিকেটারদের মাসিক বেতন আড়াই লাখ থেকে চার লাখ, ‘এ’ শ্রেণির দুই লাখ থেকে তিন লাখ, ‘বি’ শ্রেণির দেড় লাখ থেকে দুই লাখ, ‘সি’ শ্রেণির এক লাখ থেকে দেড় লাখ এবং ‘ডি’ শ্রেণির ক্রিকেটারদের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের দাবির অনেকটা মেনে নিয়েই তা করা হয়েছিল। গতবারের এমন বেতন বৃদ্ধির কথাই কাল মনে করিয়ে দিয়েছেন আকরাম, ‘গতবার আমরা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছিলাম প্রায় ১০০ শতাংশ। আস্তে আস্তে তা আরো বাড়ানো হবে।’ একই সঙ্গে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ১৬ থেকে কমিয়ে আনার ইঙ্গিতও আকরামের কথায়, ‘অনেক কিছু বিবেচনা করে আমাদের মনে হচ্ছে চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা কম হলেই ভালো।’

ওদিকে আফগানিস্তানের বিপক্ষে জুনের প্রস্তাবিত সিরিজ কোন ফরম্যাটে হলে বাংলাদেশের জন্য ভালো হয়, তা এখনো ঠিক করতে পারেনি বিসিবি। দিন কয়েক আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছিলেন, জুনের সিরিজটি দেরাদুনের বদলে কলকাতা বা বেঙ্গালুরুতে খেলতে চায় বাংলাদেশ। কাল ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম জানালেন এ নিয়ে অন্ধকারে থাকার কথা। আর অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্তাবিত সিরিজটি যে এ বছর আর হচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত। আগস্ট-সেপ্টেম্বরের ওই সময়ে বাংলাদেশকে দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজের জন্য আতিথ্য দিতে অস্ট্রেলিয়া রাজি নয় বলে জানিয়েছেন কাল আকরাম, ‘ওরা তো আগেই জানিয়েছে তখন খেলবে না। ওরা পরে জানাবে, তবে এ বছর সিরিজটি হওয়ার সম্ভাবনা খুব কম।’মন্তব্য