kalerkanthoউপভোগ করছেন মুস্তাফিজ

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০উপভোগ করছেন মুস্তাফিজ

শুরুটা সানরাইজার্স হায়দরাবাদে। প্রথম মৌসুমেই শিরোপা জয়ের অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমান। পরের বছর উল্টো ছবি। হায়দরাবাদ এই ‘কাটার মাস্টারকে’ খেলায় মাত্র এক ম্যাচ। দল বদলে এবার নাম লিখিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসে। প্রথম ম্যাচে খরুচে হলেও মানিয়ে নিয়েছেন এরপর। দ্বিতীয় ম্যাচে ১৯তম ওভার ১ রানে ২ উইকেট নিয়ে প্রায় জিতিয়েই দিয়েছিলেন মুম্বাইকে। সব মিলিয়ে তিন ম্যাচে ৮৮ রানে ৫ উইকেট মুস্তাফিজের। ডট বল ২৯টি, ইকোনমি রেট ৭.৪৩। গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের ফেসবুক পেজে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে সন্তুষ্টি ঝরেছে তাঁর কণ্ঠে, ‘এ বছর প্রথমবার মুম্বাইয়ে খেলছি। আগের দুই বছর ছিলাম হায়দরাবাদে। ড্রেসিংরুমটা নতুন, আছেন অনেক সিনিয়র খেলোয়াড়। আমার বয়সী অনেকেও আছে দলে। সব মিলিয়ে দলের সমন্বয়টা ভালো। কোচ বা সতীর্থরা সহযোগিতা করছেন সবাই। নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, আমিও শেখার চেষ্টা করছি।’

আইপিএলে আজ বড় চ্যালেঞ্জের সামনে মুস্তাফিজ। মুখোমুখি হবেন সময়ের সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের। বেঙ্গালুরুর ব্রেন্ডন ম্যাককালাম বা কুইন্টন ডি ককরাও কম ভয়ংকর নন। তবে কাউকে নিয়ে উদ্বিগ্ন না হয়ে করতে চান নিজের বোলিংটা। কার্যকরী জুটিও গড়তে চান মুম্বাইয়ের পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গে, ‘বুমরাহ ডেথ ওভারে খুব ভালো বল করে। ওর সঙ্গে বল করাটা উপভোগ করছি আমি।’ মুস্তাফিজ উপভোগ করলেও তাঁকে ঠিকভাবে রোহিত শর্মা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ ভারতীয় সাবেক পেসার জহির খানের। স্টার স্পোর্টসের ধারাভাষ্যে জহিরের বিশ্লেষণ, ‘প্রতি ম্যাচে খুব ভালো শুরু করছে মুস্তাফিজ। ওর বোলিং দেখে মনে হচ্ছে শুরুর দিকে তছনছ করে দেওয়ার মতো বোলার মুস্তাফিজ। কিন্তু রোহিত ইনিংসের শুরুর দিকে মুস্তাফিজ-বুমরাহকে ব্যবহার না করে রেখে দিচ্ছে ডেথ ওভারের জন্য। শুরুর দিকে ওরা উইকেট নিলে কিন্তু শেষ দিকে এমনিতেই চাপে থাকত ব্যাটসম্যানরা।’

এদিকে গতকাল চেন্নাইকে ৪ রানে হারিয়েছে পাঞ্জাব। ক্রিস গেইলের ৩৩ বলে ৬৩ রানের ঝড়ে পাঞ্জাব করেছিল ৭ উইকেটে ১৯৭। জবাবে মহেন্দ্র সিং ধোনির হার না মানা ৭৯ রানের পরও চেন্নাই থামে ১৯৩-এ। আইপিএল নিলামে প্রথম দুইবার বিক্রি না হওয়া গেইল রেকর্ড ৫১তমবারের মতো জেতেন ম্যাচসেরার পুরস্কার। এরপর নিজের মতো করেই জানালেন, ‘ইউনিভার্স বস ফিরে এসেছে। এর আগে নিজেকে এতটা তরুণ মনে হয়নি। মনে হচ্ছে বয়স কমে এখন ২৫ বছর!’ পিটিআইমন্তব্য