kalerkanthoমেসি হওয়ার পথে সালাহ!

১৯ মার্চ, ২০১৮ ০০:০০মেসি হওয়ার পথে সালাহ!

‘পিরামিড’ উচ্চতায় মো সালাহ! মিসরের প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু করলেন হ্যাটট্রিক। ওয়াটফোর্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ম্যাচে তাঁর গোল ৪টি, রবের্তো ফিরমিনিয়োকে দিয়ে করিয়েছন আরেকটি। এমন আলো ছড়িয়ে মাঠ ছাড়ার সময় হঠাৎ এগিয়ে যান ওয়াটফোর্ড গোলরক্ষক ওরেসিতিস কারনেজিসের দিকে। হাত মিলিয়ে জড়িয়েও ধরলেন তাঁকে। এরপর কয়েকটি কথা বলে ছাড়লেন মাঠ। বিপক্ষ দলের গোলরক্ষককে কী বলছিলেন লিভারপুলের জয়ের নায়ক? কোচ ইয়ুর্গেন ক্লপ অবাকই করলেন সবাইকে, ‘সালাহর হৃদয়টা অনেক বড়। পুরো ম্যাচে অসহায় হয়ে থাকা গোলরক্ষকের কাছে ক্ষমা চেয়েছে ও।’

৪, ৪৩, ৭৭ ও ৮৫ মিনিটে চারবার লক্ষ্য ভেদ করেন সালাহ। ৪৯ মিনিটে তাঁর পাস থেকে অপর গোলটি ফিরমিনিয়োর। লুই সুয়ারেসের পর প্রথম লিভারপুল খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের এক ম্যাচে চার গোল করলেন সালাহ। পোস্টে চারটি শট নিয়ে চারটিই পাঠিয়েছেন জালে! এই মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ২৮ গোল এখন তাঁর। সব টুর্নামেন্ট মিলিয়ে করেছেন ৩৬ গোল, অভিষেক মৌসুমে অলরেডদের হয়ে এত বেশি গোলের কীর্তি নেই আর কারো। যেভাবে এগোচ্ছেন তাতে লিওনেল মেসিকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা অসম্ভব নয়। বয়স মাত্র ২৫ বলে মেসির সঙ্গে তুলনাও করছেন অনেকে। এই তুলনায় আপত্তি থাকলেও পরবর্তী মেসি হওয়ার পথেই যে সালাহ আছেন, এমনই বিশ্বাস লিভারপুল কোচ ক্লপের, ‘আমি মনে করি না সালাহ বা আর কেউ নিজেকে মেসির সঙ্গে তুলনা করতে চাইবে। মেসির মতো দলের খেলায় একই প্রভাব রাখা ফুটবলার হিসেবে সবশেষ ডিয়েগো ম্যারাডোনা ছাড়া আর নাম মনে পড়ছে না। তবে সালাহ দারুণ পথেই আছে (পরবর্তী মেসি হওয়ার)। আপনার যদি স্কিল থাকে তবে সেটা ধারাবাহিকভাবে করে যেতে হবে, যেতেই হবে। সালাহ এই ক্ষেত্রে অসাধারণ। আমাদের অনেক সাহায্য করছে ও। বরফে মাঠটা পিচ্ছিল হয়ে পড়েছিল। কঠিন এই কন্ডিশনেও একমাত্র খেলোয়াড় হিসেবে শতভাগ খেলতে পেরেছে সালাহ।’

আফ্রিকান ফুটবলারদের মধ্যে দিদিয়ের দ্রগবা ২০০৯-১০ মৌসুমে প্রিমিয়ার লিগে করেছিলেন সবচেয়ে বেশি ২৯ গোল। সালাহর গোল হয়ে গেছে ২৮টি, আরো সাত ম্যাচ বাকি থাকায় দ্রগবাকে পেছনে ফেলাটা এখন সময়ের অপেক্ষা।  অথচ এই সালাহকে ‘অচল’ মনে করে ছেড়ে দিয়েছিল চেলসি। এএস রোমা মাতিয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরেছেন লিভারপুলের জার্সিতে। তাঁর ফুটবলে মুগ্ধ অলরেড কিংবদন্তি স্টিভেন জেরার্ডও, ‘সালাহ যুগের শুরু হতে দেরি নেই আর!’ মেট্রোমন্তব্য