kalerkantho


টপ অব দ্য ডে

১৭ মার্চ, ২০১৮ ০০:০০টপ অব দ্য ডে

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে উইকেট উত্সব চলছেই তানভির ইসলামের। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে আগের ম্যাচেও খেলাঘরের জয়ের নায়ক ছিলেন বাঁহাতি এই পেসার। ওই ম্যাচে ৩০ রানে নিয়েছিলেন ৪ উইকেট। কাল মোহামেডানের বিপক্ষেও জয়ের নায়ক তানভির। কাকতালীয়ভাবে এবারও এনামুল হক, রনি তালুকদারসহ ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট। অমন নিপুণ বোলিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় তানভির।মন্তব্য