kalerkanthoশেষ আটেই রিয়াল-জুভেন্টাস

১৭ মার্চ, ২০১৮ ০০:০০শেষ আটেই রিয়াল-জুভেন্টাস

পিএসজিকে হারানোর পরই জানতে চাওয়া হয়েছিল, কোয়ার্টার ফাইনালে কাকে চান? ক্রিস্তিয়ানো রোনালদো নিয়েছিলেন বার্সেলোনার নাম। তবে গতকাল সুইজারল্যান্ডের নিয়নে হওয়া চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্রতে চাওয়াটা পূরণ হয়নি রোনালদোর। টানা দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল পেয়েছে জুভেন্টাসকে। গতবার কার্ডিফের ফাইনালে রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছিল রিয়াল। সেই দুই দল এবার মুখোমুখি শেষ আটে।

বার্সেলোনার শেষ আটে প্রতিপক্ষ এএস রোমা। ইতালির এই দল ১০ বছর পর এবারই প্রথম পেয়েছে শেষ আটের টিকিট। কোয়ার্টার ফাইনালে তৃতীয় স্প্যানিশ দল সেভিয়ার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই ইংলিশ দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। গতকাল অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লিগের ড্রও। তাতে আর্সেনাল খেলবে সিএসকেএ মস্কোর বিপক্ষে, মার্শেইয়ের প্রতিপক্ষ লিপজিগ, অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি স্পোর্তিং লিসবনের আর লাৎসিও খেলবে সলসবুর্গের বিপক্ষে।

এবারের প্রিমিয়ার লিগে ইত্তিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। তবে নিজেদের মাঠে পেপ গার্দিওলার দলকে তারা হারিয়েছে ৪-৩ গোলে। এবারের চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ২৮ গোল লিভারপুলেরই। তাই ইংলিশ দুই দলের ম্যাচে গোল উৎসব হতেই পারে। সব টুর্নামেন্ট মিলিয়ে ইয়র্গেন ক্লপ পাঁচবার হারিয়েছেন পেপ গার্দিওলার দলকে। প্রতিশোধের সুযোগ জুভেন্টাসেরও। গতবারের ফাইনালে আশা জাগিয়েও পেরে ওঠেনি জিয়ানলুইজি বুফনের দল। ৪-১ গোলের হারটাও ছিল ভুলে যাওয়ার মতো। এর পরও জুভেন্টাসকে বিপজ্জনক প্রতিপক্ষ মানছেন রিয়াল মাদ্রিদের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো, ‘টটেনহামের বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচ বের করেছে ওরা। জুভেন্টাস সব সময়ই বিপজ্জনক দল। তবে নিজেদের খেলোয়াড়দের ওপর আস্থা আছে আমাদের।’

২০০৯ সালে ইতালির রোমেই ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সেলোনা। এবার রোমাকে পাওয়ার পর মেসি ও ইনিয়েস্তার শিরোপা উঁচিয়ে ধরা ট্রফিটা টুইটারে পোস্ট করেছে বার্সা। রোমা কিংবদন্তি ফ্রান্সেসকো তোত্তি ম্যাচের হিসাব-নিকাশের বদলে জানালেন মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা, ‘আমার ছেলে পাগলের মতো ভালোবাসে মেসিকে। এবার ওর জন্য মেসির একটা জার্সি চাওয়ার সুযোগ হাতছাড়া করব না। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে সহজ দল বলে কিছু নেই, এখানে আসলে আট দলই ভয়ংকর।’ সেই আট দল নিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মাঠে গড়াবে ৩ ও ৪ এপ্রিল। আর দ্বিতীয় লেগ ১০ ও ১১ এপ্রিল। এএফপি

 মন্তব্য