kalerkantho


সংক্ষিপ্ত

এবার হারলেন সেরেনা

১৪ মার্চ, ২০১৮ ০০:০০বড় বোন ভেনাস উইলিয়ামসের বিপক্ষে সব সময়ই দাপুটে সেরেনা। গত পরশুর আগে ২৮ বারের দেখায় জিতেছিলেন ১৭ ম্যাচ। এমনকি সবশেষ ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনেও জিতেছিলেন তিনি। তবে হেরে গেলেন ইন্ডিয়ান ওয়েলসে। তৃতীয় রাউন্ডে একবার ম্যাচ পয়েন্ট বাঁচালেও শেষ পর্যন্ত হেরেছেন ৩-৬, ৪-৬ গেমে। মা হওয়ার পর এটাই প্রথম কোনো একক টুর্নামেন্ট ২৩ গ্র্যান্ড স্লামজয়ী এই কিংবদন্তির। তাই হেরেও ভেঙে পড়ছেন না সেরেনা, ‘আমি টুর্নামেন্টজুড়ে যে ছন্দে খেলতে চেয়েছিলাম সেটা পেরেছি। বলব না যে নিজের সেরাটা খেলে হেরে গেছি। উন্নতির আরো অনেক জায়গা বাকি আছে। সেই চেষ্টাই করে চলেছি। ভেনাসকে অভিনন্দন।’ ছোট বোনের বিপক্ষে গত পরশুর জয়টা ভেনাসের ক্যারিয়ারের ১২তম।  জয়রথ ছুটছে রজার ফেদেরারেরও। সার্বিয়ান ফিলিপ ক্রাইনোভিচের বিপক্ষে মাত্র ৫৮ মিনিটে তিনি সেরেছেন জয়ের আনুষ্ঠানিকতা। ক্যালিফোর্নিয়ার এ আসরে নোভাক জোকোভিচের সমান পাঁচবারের চ্যাম্পিয়ন তিনি। এবার জিতলে এককভাবে সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড গড়বেন সুইস তারকা। ওই মিশনে পরশু সার্বিয়ান ক্রাইনোভিচকে  ৬-২,৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ফেদেরার। এএফপিমন্তব্য