kalerkantho


শীর্ষে জুভেন্টাস

১৩ মার্চ, ২০১৮ ০০:০০টানা সপ্তম সিরি ‘এ’ জেতার পথে এক ধাপ এগোল জুভেন্টাস। পাউলো দিবালার জোড়া গোলে গত পরশু উদিনেসকে হারিয়েছে তারা। একই দিনে প্রতিদ্বন্দ্বী নাপোলি গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলানের সঙ্গে। ২৮ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা জুভেন্টাস শীর্ষে ৭১ পয়েন্ট নিয়ে। ওদিকে লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবারও ৮ পয়েন্টে কমিয়ে এনেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। গত পরশু তারা ৩-০ গোলে হারিয়েছে সেল্তা ভিগোকে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম ৪-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। এএফপিমন্তব্য