kalerkanthoএপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন কোচ

৯ মার্চ, ২০১৮ ০০:০০কলম্বো থেকে প্রতিনিধি : গতকাল শ্রীলঙ্কা এসে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। কাল বাংলাদেশি সাংবাদিকদের তিনি জানিয়েছেন, চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের নাম। এপ্রিলের প্রথম সপ্তাহেই জানাবেন, কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ।

ত্রিদেশীয় সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। সেই সিরিজে বাংলাদেশের ব্যর্থতা আর গণমাধ্যমে খালেদ মাহমুদের উষ্মা প্রকাশের পর এই পদে আর তাঁকে রাখতে চায়নি বিসিবি। নিদাহাস ট্রফিতে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে পাঠায় বিসিবি। এরই মধ্যে খোঁজ চলছিল প্রধান কোচের। ঘুরেফিরে আসে গ্যারি কারস্টেন, রিচার্ড পাইবাসের নাম। সাক্ষাৎকার দিয়ে যান পাইবাস ও ফিল সিমন্স। সিমন্স এখন আফগানিস্তানের কোচ। পাইবাসের ব্যাপারে বোর্ড ও ক্রিকেটার, কোনো তরফেই খুব একটা আগ্রহ ছিল না। তাই নতুন কেউই হয়তো হতে যাচ্ছেন বাংলাদেশের কোচ, তেমনটাই বললেন বিসিবি প্রধান, ‘হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহেই কোচের নাম ঘোষণা করা হবে। যাঁকে আমরা আনতে যাচ্ছি, তাঁকে আপনারা সবাই চেনেন। হাতুরাসিংহে সেসময় যেমন অচেনা ছিল, সেরকম কেউ না।’

 মন্তব্য