kalerkantho


রণকৌশল!

৪ মার্চ, ২০১৮ ০০:০০রণকৌশল!

সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকেই মাঠের বাইরে সাকিব আল হাসান। চোট নিয়ে কখনোসখনো মাঠে এলেও সময় কাটিয়েছেন প্রেসিডেন্ট বক্স, ড্রেসিংরুম আর মেডিক্যাল রুমে। গতকাল নিদাহাস কাপ উপলক্ষে দেশ ছাড়ার আগে তাঁর উপস্থিতি অবশ্য প্রত্যাশিতই ছিল, টুর্নামেন্টের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন যে অধিনায়ক। কিন্তু মাঠে এলেও সংবাদ সম্মেলনের আগেই বাসায় ফিরে গেছেন সাকিব। তবে যাওয়ার আগে প্রধান কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে ড্রেসিংরুমের ভেতরে তাঁর আলাপের বিষয়বস্তু যে নিদাহাস কাপ, তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। ওই সময়ে মিরপুরের মাঠে ম্যাচ সিনারিও প্র্যাকটিস চলছিল মুশফিকুর রহিমদের।  ছবি : মীর ফরিদমন্তব্য