kalerkanthoসেরাদের সেরা ফেদেরার

১ মার্চ, ২০১৮ ০০:০০সেরাদের সেরা ফেদেরার

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে অ্যাথলেট মো ফারাহ, ফর্মুলা ওয়ানের লুইস হ্যামিল্টনও ছিলেন ফেভারিট। সবাইকে পেছনে ফেলে শেষ হাসিটা রজার ফেদেরারের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন আর উইম্বলডন জেতা এই টেনিস কিংবদন্তিই হলেন লরিয়াস বর্ষসেরা পুরুষ খেলোয়াড়। ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদার এই পুরস্কার ফেদেরার জিতেছেন রেকর্ড পাঁচবার। পাশাপাশি জিতেছেন ‘কামব্যাক অব দ্য ইয়ার’-এর পুরস্কার।

মোনাকোয় হওয়া জাঁকজমক অনুষ্ঠানে মেয়েদের বর্ষসেরাও টেনিস থেকে। ২০১৭ সালে গর্ভে সন্তান নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জেতা সেরেনা উইলিয়ামস হয়েছেন সেরাদের সেরা। বর্ষসেরা দল মার্সিডিজ, ব্রেক থ্রু অব দ্য ইয়ার সার্জিও গার্সিয়া, প্রতিবন্ধীদের সেরা খেলোয়াড় মার্সেল হাগ, অ্যাকশন স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার আর্মেল লে ক্লেচ এবং বেস্ট স্পোর্টিং মোমেন্ট অব দ্য ইয়ার হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল দল চাপেকোয়েনশে। ২০১৬ সালে এক বিমান দুর্ঘটনায় বেশির ভাগ খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছিল এই দলের। বিবিসিমন্তব্য