kalerkantho


টপ অব দ্য ডে

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০টপ অব দ্য ডে

চেলসির বিপক্ষে নবম ম্যাচে অবশেষে গোল পেলেন লিওনেল মেসি। আর আর্জেন্টাইন তারকার ওই মূল্যবান গোলেই স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইংলিশ জায়ান্টদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ব্লুর রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়েনসেন বক্সের আড়াআড়ি লম্বা পাস দিতে গেলে মাঝপথে তা ধরে আগুয়ান মেসির দিকে বাড়ান আন্দ্রেস ইনিয়েস্তা। বাঁ পায়ের ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন খুদে জাদুকর।মন্তব্য