kalerkantho


ইতিহাস গড়ে বিশ্বকাপে চোখ কোহলির

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ইতিহাস গড়ে বিশ্বকাপে চোখ কোহলির

বিরাট কোহলি এমনিতেই আগ্রাসী। গত পরশু পোর্ট এলিজাবেথে সেটা পেয়েছিল ভিন্নমাত্রা। হাশিম আমলা রান আউট হতেই খুশিতে বুকে চাপড় মেরেছিলেন একটা। ২৬ বছরের জগদ্দল একটা পাথর যে সরতে যাচ্ছে বুঝে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। হয়েছে সেটাই। সিরিজের পঞ্চম ওয়ানডেতে ভারতের ২৭৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা অল আউট ২০১-এ। ৭৩ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলল ভারত। তাতে মিলল ২৬ বছরে হিসাবও। বর্ণবৈষম্যের দেয়াল ভেঙে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফেরার পর এই দেশে এটাই প্রথম সিরিজ জয় ভারতের। তাই গর্বিত কোহলি, ‘আমি গর্বিত ইতিহাস গড়ে। পুরো দলের পরিশ্রমের ফসল এটা। এই ইতিহাস গড়ার জন্য সবাই একসঙ্গে চেষ্টা করেছি। ম্যাচ আর সিরিজ যেভাবে জিতলাম তাতে অধিনায়ক হিসেবে আমি ভীষণ খুশি।’ এই জয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও নিশ্চিত করেছে ভারত।

ডারবানে ৬ উইকেটে, সেঞ্চুরিয়নে ৯ উইকেটে আর কেপ টাউনে ১২৪ রানে জিতেছিল ভারত। ছন্দপতন জোহানেসবার্গে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি হারতে হয় ৫ উইকেটে। গত পরশু পোর্ট এলিজাবেথে ৭৩ রানের সহজ জয়ে ২৬ বছরের ব্যর্থতা ভুলল কোহলির দল। এতে অবদান রোহিত শর্মার সেঞ্চুরির। এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট, ওয়ানডে মিলিয়ে খেলা ১৭ ইনিংসে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৭। গত পরশু ১২৬ বলে ১১ বাউন্ডারি ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংসে হতাশা ভুলেছেন তিনি। ভ্যালেনটাইনস ডে’র ঠিক আগে পাওয়া ম্যাচসেরার পুরস্কারটা উৎসর্গ করেছেন স্ত্রীকে। তবে তাঁর জন্যই রান আউট হয়েছিলেন ৩৬ করা বিরাট কোহলি ও ৮ রানে থাকা আজিঙ্কা রাহানে। সিরিজ জয়ের আনন্দের মাঝেও এসব মাথায় রেখে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান কোহলি, ‘আমরা বিশ্বাস করি জিতলেও দলের পারফরম্যান্সের বিশ্লেষণ দরকার। ভাবতে হবে কোথায় আমরা আরো উন্নতি করতে পারি। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভবিষ্যতের রাস্তা ঠিক করার জন্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসব আমরা। এখন সিরিজ ৪-১ করাটা উপভোগ করছি। অবশ্যই ৫-১ করে দেশে ফিরতে চাই, তবে শেষ ম্যাচে সুযোগও দিতে চাই যারা খেলার সুযোগ পায়নি তাদের।’ ক্রিকইনফোমন্তব্য