kalerkantho


কোহলিদের ইতিহাস গড়ার হাতছানি

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০আজ হয়তো ২৬ বছরের হিসাব মেলানোর দিন! দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট বা ওয়ানডে সিরিজ জিততে না পারার আক্ষেপ মিটতে পারে জোহানেসবার্গেই। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এগিয়ে ৩-০ ব্যবধানে। সেই তিন ম্যাচ জিতেছে ৬ উইকেট, ৯ উইকেট আর ১২৩ রানের বড় ব্যবধানে। জোহানেসবার্গের চতুর্থ ওয়ানডে তাই মানসিকভাবে এগিয়ে নামবেন কোহলিরা।

ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকা প্রেরণা খুঁজছে এবি ডি ভিলিয়ার্সে। চোট কাটিয়ে আজ জোহানেসবার্গে ফিরছেন সাবেক অধিনায়ক। ডি ভিলিয়ার্স কি পারবেন খাদের কিনারা থেকে প্রোটিয়াদের টেনে তুলতে? ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় ঘরোয়া মৌসুমের আজকের ম্যাচটার পরিচিতি ‘পিংক ওয়ানডে’। ২০১১ সাল থেকে শুরু হওয়া এ আয়োজনের আজ ষষ্ঠ ম্যাচ। গোলাপি জার্সিতে এখনো হারের লজ্জা পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। তা ছাড়া ‘গোলাপি দিনে’ ডি ভিলিয়ার্সের ব্যাট হয়ে যায় খাপখোলা তলোয়ার। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ১৪৭ রানের বিস্ফোরক ইনিংস। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ৪৭ বলে করেছিলেন ৭৭। আজও নিশ্চয়ই এমন ঝড় তুলতে চাইবেন প্রোটিয়া সাবেক অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার মাটিতে একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের বেশি ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি অস্ট্রেলিয়ার। ১৯৯৭ সালে সাত ম্যাচের সিরিজ তারা জিতেছিল ৪-৩ ব্যবধানে। আর ২০০২ সালে ৫-১-এ। কোহলির দল কি পারবে অস্ট্রেলিয়ার মতো দাপট দেখাতে? সবশেষ ২০১০-১১ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। শেষ দুই ম্যাচ জিতে সেবার সিরিজ ৩-২-এ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। পিটিআইমন্তব্য