kalerkantho


রেকর্ডস

অস্ট্রেলিয়ার লজ্জা

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফরম্যাট বদলাতেই ছন্দটাও হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের নাকানি-চুবানি খাইয়ে তারা মর্যাদার অ্যাশেজ জিতেছে ৪-০ ব্যবধানে। স্টিভেন স্মিথের সেই দলটিই ওয়ানডেতে একদম পেরে উঠছে না এউইন মরগানের দলের সঙ্গে। তিন ওয়ানডে খেলে ইংলিশদের কাছে হেরেছে তারা সবকটিতে। সিডনিতে গতকালের হারে ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে দুই ম্যাচ বাকি থাকতে তাদের সিরিজ হারটাও হয়ে গেছে নিশ্চিত। তাতে অগৌরবের এক রেকর্ডও গড়া হয়ে গেছে স্টিভেন স্মিথের দলের। ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচেই হারার। সব মিলিয়ে অমন লজ্জায় পুড়ল তারা এ নিয়ে ষষ্ঠবার। দেশের বাইরে সর্বশেষবার তারা প্রথম তিন ওয়ানডেতেই হেরেছিল গত বছর ভারতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার এটা টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হার। ইংল্যান্ডের আগে তারা হেরেছে নিউজিল্যান্ড ও ভারতের কাছে। এর আগে একবারই তারা দুই বা তার বেশি ম্যাচের টানা তিনটি ওয়ানডে সিরিজ হেরেছিল ১৯৮৪ সালে। ওই সময় অস্ট্রেলিয়া হেরেছিল পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।মন্তব্য