kalerkantho


ঢাকায় টিসি স্পোর্টস

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব এখন ঢাকায়। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে দুই লেগের প্রথম ম্যাচটি। মালদ্বীপ প্রিমিয়ার লিগের রানার্স-আপ দলটি কাল ঢাকায় পা রেখে ঘণ্টাখানেক অনুশীলনও সেরে নিয়েছে বুয়েট মাঠে।

সকালে একই মাঠে অনুশীলন করেছে সাইফ। চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়েই চতুর্থ হয়েছে সাইফ। তাতেই এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ডের দরজা খুলে গেছে তাদের সামনে। এই রাউন্ডে টিসি স্পোর্টসকে হারাতে পারলে গ্রুপ পর্বে জায়গা পাওয়ার জন্য দুই লেগের আরেকটি প্লে-অফ খেলতে হবে ভারতের বেঙ্গালুরু এএফসি অথবা ভূটানের চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে। গত বছর চট্টগ্রাম থেকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টের শিরোপা জিতে ফেরা টিসি স্পোর্টসও গ্রুপ পর্বে জায়গা পেতে মুখিয়ে। শেখ কামাল টুর্নামেন্ট জেতা কোচ মোহাম্মদ নিজামই আছেন দলটির দায়িত্বে।মন্তব্য