kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

অঘটনের শিকার হয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন গারবিনে মুগুরুজা। তাইপের সু-ওয়েইয়ের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে গেছেন তৃতীয় বাছাই এই স্প্যানিয়ার্ড। প্রথম সেটে সমানতালে লড়লেও টাইব্রেকারে পেরে ওঠেননি উইম্বলডনের এই বর্তমান চ্যাম্পিয়ন। এরপর দ্বিতীয় সেটে করেছেন সহজ আত্মসমর্পণ।  ৬-৭, ৪-৬ গেমের এ হারে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্নও ভেঙে চুরমার মুগুরুজার।মন্তব্য