kalerkantho

সংক্ষিপ্ত

লড়ছেন কোহলি

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০বিয়ের পর খেলা প্রথম টেস্টে ব্যাট হাসেনি। রানে ফিরতে বেশি সময় নিলেন না বিরাট কোহলি। সেঞ্চুরিয়নে পরের টেস্টেই পেলেন ফিফটি। তাঁর হার না মানা ৮৫ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত। আগের দিনের ৬ উইকেটে ২৬৯ নিয়ে খেলতে নেমে গতকাল ৩৩৫ রানে অল আউট প্রোটিয়ারা। জবাবে ভারত দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১৮৩ রান। ১৩০ বলে ৮ বাউন্ডারিতে ৮৫ রানে ব্যাট করছিলেন বিরাট কোহলি। হার্দিক পাণ্ডে অপরাজিত ১১ রানে।

শুরুতে ব্যাট করে সেঞ্চুরিয়নে সবশেষ পাঁচ টেস্টে দক্ষিণ আফ্রিকার গড় রান ৫৪৩। প্রিয় সেই ভেন্যুতে গতকাল ৩৩৫ রানেই অল আউট প্রোটিয়ারা। বাউন্সি পিচে পেসারদের বদলে দাপট রবিচন্দ্রন অশ্বিনের। ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি, যা এই ভেন্যুতে কোনো স্পিনারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। ২০০৯ সালে ১১০ রানে ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান। ইশান্ত শর্মার শিকার ৩ উইকেট। আগের দিনের ২৪ নিয়ে খেলতে নেমে ফাফ দু প্লেসিস আউট হন ৬৩ করে।

অশ্বিনের সাফল্যেই দক্ষিণ আফ্রিকা নতুন বল তুলে দেয় স্পিনার কেশব মহারাজের হাতে। তাতে ১১৬ বছর পর কোনো স্পিনার ইনিংস ওপেন করল দক্ষিণ আফ্রিকার। সবশেষ ১৯১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওভারটা করেছিলেন আউবেরে ফকনার। মহারাজ অবশ্য উইকেট পেয়েছেন একটিই। ক্রিকইনফোমন্তব্য