kalerkantho

গৃহবিবাদে পিএসজি

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসব ঠিকঠাক চলছে না পিএসজিতে। পেনাল্টি নিয়ে নেইমার ও এদিনসন কাভানির দ্বন্দ্ব গড়িয়েছিল অনেক দূর। সেই ঝামেলা মিটতে না মিটতে এবার নাকি দুই গ্রুপে ভাগ হয়ে পড়েছে পিএসজি। এক পক্ষে রয়েছেন তিন ব্রাজিলিয়ান—নেইমার, দানি আলভেস ও থিয়াগো সিলভা। আরেক পক্ষে এদিনসন কাভানি ও হাভিয়ের পাস্তোরেসহ অন্য লাতিন খেলোয়াড়রা। গত পরশু এ নিয়ে ‘লেকিপের’ শিরোনাম ‘লা জিজানাই’, মানে অনৈক্য। ছুটি কাটিয়ে ফিরতে দেরি করায় কাভানি ও পাস্তোরের জরিমানা করেছেন কোচ উনাই এমেরি। এ নিয়ে দুজনকে একহাত নিয়েছিলেন অধিনায়ক থিয়াগো সিলভা। পাস্তোরের ক্লাব ছাড়তে যাওয়ার শঙ্কাও জানিয়েছিলেন তিনি। এর জবাবে পাস্তোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার দেরি করে আসার কারণ জানা নেই সিলভার। পিএসজিতেই ক্যারিয়ারের বাকি সময়টা কাটাতে চাই।’ মার্কা

মন্তব্য