kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

৬, ৬ এবং ০। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আজহার আলীর স্কোর এগুলো। পাকিস্তানের মতো সিরিজটা দুঃস্বপ্নের কাটছে এই উদ্বোধনী ব্যাটসম্যানেরও। কাল ডানেডিনের ম্যাচে কিউইদের জয়ের নায়ক ট্রেন্ট বোল্টের প্রথম শিকার হয়ে কোনো রান না করেই ফিরে আসেন আজহার। ১০ বল খেলে শূন্য রানে ক্যাচ দেন রস টেলরের হাতে। পাকিস্তানও মাত্র ৭৪ রানের গুঁড়িয়ে যাওয়ার লজ্জায় পুড়ে ম্যাচটা হেরেছে ১৮৩ রানে।মন্তব্য