kalerkantho


প্রোটিয়াদের চোখ সিরিজে

১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০কেপ টাউনে বিধ্বস্ত হয়েছিল ভারত। ভারনান ফিল্যান্ডার আগুনে পুড়ে হেরেছিল ৭২ রানে। আজ সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেও ফিল্যান্ডার-রাবাদাদের সামলাতে হবে তাদের। এখানকার বাদামি পিচে জয়ের প্রত্যয় দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ দু প্লেসিসের, ‘আমরা টেস্ট জিততে চাই, এ জন্য পেস বোলিং সহায়ক উইকেটে খেলছি। সিরিজ জিততে যদি সেটা করতে হয় তাহলে সমস্যার কিছু নেই।’ ক্রিকইনফোমন্তব্য