kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

কোয়ার্টার ফাইনালে আদ্রিয়ান ম্যান্নারিনোর বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছিলেন ফাবিও ফগনিনি। সিডনি ইন্টারন্যাশনালের সেমিফাইনালে সেই ছন্দটা একদম অনুবাদ করতে পারেননি এই ইতালিয়ান। এগিয়ে গিয়েও রাশান অবাছাই দানিল মেদভেদেভের বিপক্ষে ২-১ সেটে হেরে যান ম্যাচটা। অথচ ৬-২ গেমের সহজ জয়ে শুরুটা ভালোই করেছিলেন তিনি। এরপর টানা দুই সেটে যথাক্রমে ৪-৬, ১-৬ গেমে হেরে বিদায় নেন ফগনিনি।মন্তব্য