kalerkantho


ফ্লপ অব দ্য ডে

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

সিডনি টেস্টেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না মার্ক স্টোনম্যান। অ্যাশেজের পুরো সিরিজে যেন ইংল্যান্ডের হতাশার প্রতিচ্ছবি হয়ে আছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। কোনো ম্যাচেই পারেননি দলকে সুন্দর একটা ভিত গড়ে দিতে। সিরিজে প্রাপ্তি দুটি হাফসেঞ্চুরি। সিডনিতে তো তাও পাননি। প্রথম ইনিংসে তবু ২৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তো ফিরে এসেছেন শূন্য রানে। সিডনিতে হারের প্রবল শঙ্কায় ইংলিশরাও।মন্তব্য