kalerkantho


ফ্লপ অব দ্য ডে

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

এবারও হতাশ করলেন ক্রিস গেইল। ২৪৪ রানের অসম্ভবকে জয় করে ম্যাচ জিততে মাউন্ট মঙ্গানুইয়ে অবিশ্বাস্য কিছু করতে হতো ক্যারিবীয় ব্যাটসম্যানদের। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে অমন কিছুর সম্ভাবনাও জাগিয়ে তুলতে পারেননি গেইলরা। এই বিস্ফোরক ব্যাটসম্যান টিকতে পেরেছেন মোটে ২ বল। টিম সাউদির করা ইনিংসের প্রথম বলে ফিরে আসেন ওয়ালটন। ওভারের পঞ্চম বলে শূন্য রানে আউট গেইলও।মন্তব্য