kalerkantho


আরবের সেরা সালাহ

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০আরবের সেরা সালাহ

দুর্দান্ত সময় কাটছে মো সালাহর। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে করেছেন ১৭ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে মোট গোল ২৩টি। সফল জাতীয় দলেও। মিসরকে পৌঁছে দিয়েছেন বিশ্বকাপে। এরই স্বীকৃতি পেলেন গত পরশু। বছরের প্রথম দিন মো সালাহ পেলেন আরবের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। আরব দেশগুলোর সাংবাদিকের দেওয়া ভোটে এমন স্বীকৃতি তাঁর। দ্বিতীয় হয়েছেন সিরিয়ান উইঙ্গার ওমর খিরবিন। সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলেন তিনি। সৌদি আরবের আরেক ক্লাব আল আহলিতে খেলা সিরিয়ারই ওমর আল সোমা হয়েছেন তৃতীয়। আগামীকাল ঘানার রাজধানী আক্রায় দেওয়া হবে বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের পুরস্কার। সেখানেও অন্যতম ফেভারিট মো সালাহ।

এদিকে শুক্রবার এভারটনের বিপক্ষে ম্যাচের আগে মো সালাহ ও সাদিও মানেকে আফ্রিকান বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি দিয়ে সমালোচনায় পড়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এটা গায়ে না মেভে তিনি জানালেন, ‘ আমরা হোটেলে ঘুমাব,ওরা বিমানে। সমস্যা কি?’ এএফপিমন্তব্য