kalerkantho

co

ফ্লপ অব দ্য ডে

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

২০১৭ সালটা দুঃস্বপ্নের মতো কেটেছে সামান্থা স্তোসুরের। নতুন বছরে হয়তো নতুনভাবে শুরুর প্রত্যাশায় ছিলেন অস্ট্রেলিয়ার এই টেনিস খেলোয়াড়। সে আশায়ও গুড়েবালি! নতুন মৌসুমের শুরুটাও যে হতাশার হয়েছে ইউএস ওপেনের সাবেক এ চ্যাম্পিয়নের। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিসের প্রথম রাউন্ডে হেরে নিয়েছেন বিদায়। সপ্তম বাছাই লাটভিয়ান আনাস্তাসিয়া সেভাস্তোভার কাছে স্তোসুর হারেন সরাসরি ২-০ সেটে।মন্তব্য