বিদায়ী বছরে ক্রিকেটারদের টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স; সব কিছু নিয়ে তত্ত্ব-তালাশ করে তিন ফরম্যাটের ক্রিকেটের তিনটি বর্ষসেরা দল গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বছরের সেরা টি-টোয়েন্টি দলে সুযোগ হয়েছে পাঁচটি ভিন্ন দলের হয়ে টি-টোয়েন্টি খেলা সাকিব আল হাসানের। বর্ষসেরা টেস্ট দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে জায়গা হয়েছে বাংলাদেশের সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। একই দলে অলরাউন্ডার হিসেবে জায়গা হয়েছে সাকিবেরও।
গেল বছরে ২৯ ম্যাচে ২০ গড়ে ৪৪৭ রান করেছেন সাকিব, নিয়েছেন ৩৭ উইকেট। এই কৃতিত্বের জন্যই বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে সাকিবের অন্তর্ভুক্তি। টেস্টে ৬৬৫ রান, ২৯ উইকেট। অলরাউন্ডারের ভূমিকায় একাদশে সাকিব। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ৭৭৬ রান করা মুশফিক জায়গা পেয়েছেন স্মিথ-কোহলি-ওয়ার্নারদের সঙ্গে এই টেস্ট দলে। ক্রিকেট অস্ট্রেলিয়া
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের