kalerkantho


ড্রয়ে বছর শেষ ম্যানসিটির

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ড্রয়ে বছর শেষ ম্যানসিটির

১৮ ম্যাচ জয়ের পর অবশেষে পয়েন্ট খোয়াল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বছরের শেষ সন্ধ্যায় ক্রিস্টাল প্যালেসের সঙ্গে তারা গোলশূন্য ড্র করেছে। লিগে চলতি মৌসুমে এটা ম্যানসিটির দ্বিতীয় ড্র, যেটা হতে পারত প্রথম হার। ইনজুরি সময়ে পেনাল্টি পেয়েছিল ক্রিস্টাল প্যালেস, কিন্তু হালকা চালে নেওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি লুকা মিলিভোয়েচিচ। তাই টানা জয়ের রেকর্ডে ছেদ পড়লেও সিটিজেনরা অজেয়ই রইল।

টানা তিন ড্রয়ে ২০১৭ সালটা শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচেই ড্র করেছে হোসে মরিনহোর দল। সবশেষ সাউদাম্পটনের সঙ্গেও গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানইউ। সবশেষ তিন ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৩ পয়েন্ট, চেলসির ৭। তাইতো লিগ টেবিলে ম্যানইউকে এক ধাপ পেছনে, অর্থাৎ তিনে ঠেলে দিয়ে দুইয়ে উঠে এসেছে চেলসি। বছরের শেষ ম্যাচে তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্টোক সিটিকে। একটি করে গোল করেছেন রুডিগার, ড্রিংকওয়াটার, পেদ্রো, উইলিয়ান ও জাপাকোস্তা। সাউদাম্পটনের সঙ্গে ম্যাচে ২ পয়েন্ট হারানো ছাড়াও ক্ষতি হয়েছে ম্যানইউর, মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেছেন রোমেলু লুকাকু। বিবিসিমন্তব্য