kalerkanthoআবার প্রশ্নবিদ্ধ আল আমিনের বোলিং অ্যাকশন

১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০আবার প্রশ্নবিদ্ধ আল আমিনের বোলিং অ্যাকশন

ক্রীড়া প্রতিবেদক : অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আগেও অভিযুক্ত হয়েছেন আল আমিন হোসেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবার একই অভিযোগের তীরে বিদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ানসের এ ফাস্ট বোলার। তবে চলমান আসরে খেলতে বাধা নেই আল আমিনের, কারণ এসব অভিযোগের ক্ষেত্রে বক্তব্য উপস্থাপনের জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয় অভিযুক্তকে। সে ক্ষেত্রে বিপিএলের শেষ দিনেও বল হাতে ছুটতে দেখা যেতে পারে আল আমিনকে, যদি ফাইনালে ওঠে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আল আমিনকে ঘিরে এবার সন্দেহের উদ্রেক হয় ২৮ নভেম্বর খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লার ম্যাচে। ১৫তম ওভারে আরিফুল হককে আউট করা তাঁর বলের অ্যাকশন সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে এসেছে বলে জানিয়েছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আল আমিনের বোলিং অ্যাকশনের ব্যাপারে অভিযোগ উঠেছে ২৮ নভেম্বরের একটি ম্যাচে। এখন আমরা আইসিসির নিয়ম মতে ১৪ দিন পর ওর বোলিং অ্যাকশন রিভিউ করব।’ উল্লেখ্য, ২০১৪ সালেও একবার ডানহাতি এ ফাস্ট বোলারের বোলিং অ্যাকশন ‘রিপোর্টেড’ হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের একটি ল্যাবে দেওয়া পরীক্ষায় উতরে আবার ক্রিকেটে ফিরেছিলেন তিনি।মন্তব্য