kalerkantho


চলে গেলেন নভোতনা

২১ নভেম্বর, ২০১৭ ০০:০০চলে গেলেন নভোতনা

ক্যান্সারের কাছে হার মানলেন ইয়ানা নভোতনা। ১৯৯৮ সালে উইম্বলডন এককের শিরোপা জেতা চেক প্রজাতন্ত্রের এই তারকা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গতকাল। ৪৯ বছর বয়সী নভোতনা এককে একটি গ্র্যান্ড স্লাম জিতলেও দ্বৈতে জিতেছেন ১২টি আর মিশ্র দ্বৈতে চারটি গ্র্যান্ড স্লাম। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে নারীদের টেনিস অ্যাসোসিয়েশন ডাব্লিউটিএর বার্তা, ‘ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর নিজের শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নভোতনা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ এপিমন্তব্য