kalerkanthoমিক্সড ডাবলস!

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০মিক্সড ডাবলস!

জীবনের কোর্টে মিক্সড ডাবলসে জুটি বাঁধলেন সেরেনা উইলিয়ামস। মার্কিনি ইন্টারনেট উদ্যোক্তা অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে সম্পর্কটা অনেক দিনের, মাস দুয়েক আগে তাঁর সন্তানের মা হয়েছেন সেরেনা উইলিয়ামস। পাশ্চাত্য সংস্কৃতিতে এটা নতুন কিছু না হলেও সম্পর্কটাকে পূর্ণতা দিতেই বিয়ের আনুষ্ঠানিকতাটা সেরে ফেললেন দুজনে। শুক্রবার নিউ অরলিন্সে সেরেনা-অ্যালেক্সিসের বিয়েতে হাজির ছিলেন কিম কারদাশিয়ান, বিয়োন্সের মতো তারকারাও। বোন ভেনাস তো ছিলেনই। ছিলেন না শুধু ছেলের মা, কারণ ৯ বছর আগেই তিনি গত হয়েছেন। অ্যালেক্সিসের মায়ের জন্মদিনটাকেই তাই দুজনে বেছে নিয়েছেন বিয়ের তারিখ হিসেবে। টেনিস কোর্টে ‘লাভ’ শব্দটা শূন্যের প্রতিশব্দ হলেও এই মিক্সড ডাবলস জুটির বেলায় স্কোরলাইনটা যেন প্রচলিত অর্থে সব সময় ‘লাভ অল’ থাকে, সেই আশীর্বাদই নিশ্চয়ই করে গেছেন অতিথিরা। মেইল অনলাইনমন্তব্য