kalerkantho


লা লিগায় মেসির ‘৫০০’

২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০লা লিগায় মেসির ‘৫০০’

বার্সেলোনায় প্রথম গোল পেলেন জেরার্দ দেউলোফেউ। উচ্ছ্বাসে ভাসার বদলে সেই গোলের গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করতে হচ্ছে তরুণ এই ফরোয়ার্ডটিকে! কেননা গত পরশু ন্যু ক্যাম্পে মালাগার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে তাঁর গোল নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। লুকাস দিনিয়ের ক্রস মালাগার এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইলাইন পেরিয়ে যায়। বল দাগের বাইরে গেলেও রেফারি বাঁঁশি বাজাননি! সেই সুযোগ কাজে লাগিয়ে দিনিয়ের কাটব্যাক থেকে করা ব্যাকহিলে বল জালে জড়ান দেউলোফেউ। লা লিগার অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ৪-০ গোলে সেভিয়াকে আর রিয়াল বেতিস ২-০ গোলে হারিয়েছে আলাভেসকে।

ইয়ুপ হেইঙ্কেস দায়িত্ব নেওয়ার পর বদলে যাওয়া বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় এখন বরুশিয়া ডর্টমুন্ডের সমতায়। গত পরশু বায়ার্ন ১-০ গোলে হারায় হামবুর্গকে আর ডর্টমুন্ড ২-২ গোলে ড্র করেছে ফ্রাংকফুর্টের সঙ্গে।  ইতালিয়ান সিরি ‘এ’তে জয়রথ থেমেছে নাপোলির। টানা আট ম্যাচ জয়ের পর গত পরশু ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে একবার লক্ষ্য ভেদ করেছেন সের্হিয়ো আগুয়েরো। এই গোলে এরিক ব্রুকের সঙ্গে ম্যানসিটির সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটা ভাগাভাগি করলেন তিনি। কাল রাতে এভারটনকে ৫-২ গোলে হারিয়েছে আর্সেনাল। আর  লিভারপুলের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে টটেনহাম।

ন্যু ক্যাম্পে দ্বিতীয় মিনিটেই দেউলোফেউয়ের বিতর্কিত গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এ নিয়ে লা লিগার অফিশিয়াল এক্সপার্ট আন্দুজার অলিভিয়ের রেডিও মার্কাকে জানান, ‘এটা আসলে যৌথ ভুল।’ দেউলোফেউ অবশ্য এটাকে ভুল মানতে রাজি নন, ‘আমি বল বাইরে যেতে দেখিনি। ভেবেছিলাম ঠিকই আছে তাই খেলা চালিয়ে গেছি।’ ৫৬ মিনিটে মৌসুমে নিজের প্রথম গোলে সেই বিতর্ক কিছুটা চাপা দেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির পাসে ১৬ গজ দূর থেকে নেওয়া ইনিয়েস্তার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় জালে। এতে বার্সার হয়ে  লা লিগায় ৫০০ গোলে অবদান রাখলেন মেসি। ৩৯১ ম্যাচে তাঁর গোল ৩৬০ আর অ্যাসিস্ট ১৪০টি। উপলক্ষটা স্মরণীয় করতেই কিনা ম্যাচ শেষে ছেলে মাতেওর গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলেন মেসি! মার্কা, এএফপিমন্তব্য