kalerkantho


আয়ারল্যান্ডের অভিষেক

১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০টেস্ট মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। অভিষেক টেস্টের প্রতিপক্ষও ঠিক করে ফেলেছে আইরিশরা। অকল্যান্ডে, চলতি সপ্তাহে আইসিসির বৈঠকেই সমঝোতা হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইরিশ ক্রিকেট বোর্ডের। সংস্থাটির প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, ‘আসছে বছর পাকিস্তানকে আমাদের দেশে অভিষেক টেস্টের জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা রোমাঞ্চিত। আমাদের ইচ্ছা ছিল, টেস্ট মর্যাদা প্রাপ্তির ১২ মাসের মধ্যেই ফ্যানদের সামনে বড় কোনো দলের বিপক্ষে অভিষেক ম্যাচ আয়োজনের। সেটা করতে পেরে খুবই আনন্দিত।’ তবে টেস্টের সময় ও ভেন্যু এখনো ঠিক হয়নি। আগামী মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে দুটো টেস্ট খেলবে আয়ারল্যান্ড, এর আগেই সেখানে খেলতে যাবে পাকিস্তান। টেস্টে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আজ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে সরফরাজ আহমেদের দল। ক্রিকইনফোমন্তব্য