kalerkantho


রাজ্জাকের ঘূর্ণিতে জয় খুলনার

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০রাজ্জাকের ঘূর্ণিতে জয় খুলনার

ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেট এই দৃশ্য বহুবার দেখেছে। দেখছে এখনো। সম্ভবত সামনেও আরো অনেকবার দেখবে। কী সেটি? আব্দুর রাজ্জাকের ঘূর্ণিজাদু। জাতীয় দলে উপেক্ষিত হলেও দীর্ঘ পরিসরের ঘরোয়া ক্রিকেটে তাঁর টপাটপ উইকেট নেওয়া থেমে নেই। গতকালই যেমন প্রথম স্তরের ম্যাচের শেষ দিনে বরিশালের জেতার জন্য আরো (লক্ষ্য ছিল ৪০৩ রানের) ৩৭১ রান করার চাহিদা থাকলেও তারা আগের দিনের বিনা উইকেটে ৩২ রানের সঙ্গে ১৩১ রান যোগ করেই অলআউট। তাদের ১৬৩ রানে গুটিয়ে খুলনাকে ২৩৯ রানের বিশাল জয় এনে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা ৫ উইকেট নেওয়া রাজ্জাকেরই। প্রথম ইনিংসেও ৪টি থাকায় ম্যাচে তাঁর মোট শিকারসংখ্যা ৯। যদিও প্রথম ইনিংসে ১৭৭ রান করার পাশাপাশি বল হাতেও ২ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন খুলনারই মেহেদী হাসান।

জাতীয় লিগের এই পর্বের প্রথম ও দ্বিতীয় স্তর মিলিয়ে বাকি তিন ম্যাচে অবশ্য ফল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, হয়ওনি। যেটিতে হওয়ার সম্ভাবনা ছিল, সেটিতে ১৭ ওভার বোলিং করে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাজ্জাক।মন্তব্য