kalerkantho


নেইমার নন, পেনাল্টি নেবেন কাভানিই!

২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০নেইমার নন, পেনাল্টি নেবেন কাভানিই!

ইগোর লড়াইয়ে তাহলে জয়ী এদিনসন কাভানি। অন্তত মার্কার খবর তা-ই বলছে। পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি নাকি চান পেনাল্টি নেবেন কাভানিই! পেনাল্টি আর ফ্রিকিক নিয়ে উরুগুয়ের এই তারকার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন নেইমার। নিজে বেশি গোল করার জন্য পেনাল্টি নিতে চান তিনি। অলিম্পিক লিঁওর বিপক্ষে এ নিয়ে ঝামেলা শুরু দুজনের। সেই ম্যাচেই দানি আলভেস একটি ফ্রিকিকের আগে কাভানির কাছ থেকে বল কেড়ে দিয়েছিলেন নেইমারকে। তারকাদের শিশুসুলভ এমন আচরণে বিব্রত নাসের আল খেলাইফি গতকাল আলোচনায় বসেছিলেন নেইমার ও কাভানির সঙ্গে। সেখানেই নাকি সিদ্ধান্ত হয়েছে পিএসজির ম্যাচে আগের মতোই পেনাল্টি নেবেন কাভানি।

এ নিয়ে নাসের আল খেলাইফি নিজে থেকে জানাননি কিছু। তবে ড্রেসিংরুমে নেইমার-কাভানির বাদানুবাদে জড়ানোর খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি, ‘কিছুই হয়নি নেইমার-কাভানির। ওরা ড্রেসিংরুমে ঝগড়া করেছে, পুরো খবরটা বানোয়াট। আপনারা মিডিয়াই সব সমস্যা করছেন।’ কাভানি সব পেনাল্টি নেবেন এমন কোনো কিছু অবশ্য নিশ্চিত করেননি পিএসজির দায়িত্বশীল কেউ। ফরাসি শীর্ষ দৈনিক লেকিপ জানাচ্ছে দুই তারকার সঙ্গে কথা বলে কে পেনাল্টি নেবেন ঠিক করার দায়িত্ব নিয়েছেন কোচ উনাই এমরি, স্পোর্টিং ডিরেক্টর আনতেরো হেনরিক ও টিম কো-অর্ডিনেটর ম্যাক্সওয়েল। লিঁওর বিপক্ষে ম্যাচ শেষে অবশ্য কোচ এমরি জানিয়েছিলেন, ‘নেইমার, কাভানি দুজনই পেনাল্টি থেকে গোল করতে পারে। কে পেনাল্টি নেবে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিক ওরা। যদি না পারে, তাহলে আমি ঠিক করব।’

এদিকে ডিয়েগো ফোরলান এই বিতর্কে পাশে দাঁড়াচ্ছেন কাভানির। বার্সেলোনায় থাকতে মেসি ১১টি পেনাল্টি নিতে দিয়েছিলেন নেইমারকে। পিএসজিতে এ ধরনের কিছু আশা না করার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে কাভানিরই পেনাল্টি নেওয়া উচিত বলে মত দিয়েছেন উরুগুয়ের সাবেক এই তারকা, ‘কাভানি পিএসজির গোল স্কোরার। তাঁকে যোগ্য সম্মানটা দিতে হবে। আমি জানি নেইমার নেইমারই। তেমনি কাভানিও তো কাভানিই আর সবার একটা নিজস্ব অবস্থান আছে।’ মার্কামন্তব্য