kalerkantho

আবার এমএসএন

২৪ আগস্ট, ২০১৭ ০০:০০আবার এমএসএন

নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা দায়েরের ২৪ ঘণ্টার ভেতর বার্সেলোনায় হাজির নেইমার! তবে সমন পেয়ে নয়, নেইমার বার্সেলোনায় গিয়েছিলেন ছেলের জন্মদিন পালন করতে। সেই উৎসবে আমন্ত্রিত ছিলেন নেইমারের সদ্য সাবেক হওয়া সতীর্থদের অনেকেই। লিওনেল মেসি, লুই সুয়ারেস তো ছিলেনই; ছিলেন জেরার্দ পিকেও। নেইমারের পিএসজিতে যাওয়া যখন প্রায় চূড়ান্ত, তখন ‘সে থাকছে’ টুইট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার শিকারও হয়েছিলেন পিকে, বোঝা যাচ্ছে এই ঘটনা ছাপ ফেলেনি দুজনের সম্পর্কে। সুয়ারেস ও নেইমারের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে সেটা পোস্ট করে মেসি লিখেছেন, ‘নেইমারের প্রত্যাবর্তন’। তবে বার্সেলোনার খেলোয়াড়দের এ অনুষ্ঠানে যাওয়াটা পছন্দ হয়নি ক্লাব কর্তাদের। ছবি : ইনস্টাগ্রাম


মন্তব্য